সরিষাবাড়ী মিডিয়া প্রেসক্লাব

সরিষাবাড়ী মিডিয়া প্রেসক্লাব
একটি অরাজনৈতিক সাংবাদিকদের সংগঠন।

আমার বউ না পেলে আমি আত্মহত্যা করবো।


নিজস্ব প্রতিবেদক ঃ

সরিষাবাড়ি উপজেলার পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা শামস উদ্দিনের বড় ছেলে মিরাজ আরাফাত কামরাবাদ ইউনিয়নের স্বাধীনাবাড়ি গ্রামের সেলিমের মেয়ে তামিমা সুলতানার সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের সময় গত ০২-০৬-২০২২ কোর্টের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তামিমার পরিবার বিষয়টি জানার পর তাকে অবরুদ্ধ অবস্থায় রেখেছে এবং মিরাজকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে মেয়ের চাচাতো ভাই লালু মেম্বারের ছেলে ফজলে রাব্বী মারধর করে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে এই মর্মে যাতে ছেলে তার বিবাহের সব প্রমাণ শেষ করে দিবে। এসময় মেয়ে পক্ষের কাছে মিরাজ তার বউ ফেরত চাইলে নানা রকম তালবাহানা করে যাচ্ছে। এবং যদি বউ ফেরৎ নেবার কথা বলে প্রাননাশের হুমকি দিয়েছে এ বিষয়ে ভোক্তভোগি বর মিরাজ বলে আমাকে যদি আমার বউ না দেয় তাহলে আত্নহত্যা করবো।

এই বিষয়ে ভুক্তভোগীরা প্রশাশনের সহযোগিতা কামনা করছেন।

No comments

Powered by Blogger.