সরিষাবাড়ী মিডিয়া প্রেসক্লাব

সরিষাবাড়ী মিডিয়া প্রেসক্লাব
একটি অরাজনৈতিক সাংবাদিকদের সংগঠন।

সরিষাবাড়ীতে আ’লীগের সম্মেলনে উপস্থিত হননি কেন্দ্রীয় নেতা ও প্রধান অতিথি...

নিজস্ব প্রতিবেদক ঃ 

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ২৫ সেপ্টেম্বর উপজেলার অনার্স কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এম.পি সহ কেন্দ্রীয় আওয়ামীগের ৭ জন আমন্ত্রণ পেলেও ৫ জনই ছিলেন অনুপস্থিত।  


জানা যায়, জেলার সরিষাবাড়ী উপজেলায় অনুষ্ঠিত আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এম.পির উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত হননি তিনি। বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাননীয়  শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি এম.পি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এম.পি, শফিউল আলম চৌধুরী নাদেল এম.পি, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং সহ ৬জন কেন্দ্রীয় আওয়ামীগীগের নেতা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রন পেলেও অনুষ্ঠানে আসেননি ৪জনই। কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ্ব মির্জা আজম এম.পি ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল।


এদিকে আমন্ত্রণ পাননি পার্শ্ববর্তী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে সাংসদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এম.পি, আমন্ত্রণ পাননি তথ্য ও সম্প্রচার মন্ত্রাণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ আলহাজ্জ্ব ডা. মুরাদ হাসান এম.পি। তাই কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি বলে নানা গুঞ্জন, আলোচনা, হয়েছে সমালোচনাও।

বিশাল আয়োজনে সম্মেলনি কানায় কানায় পূর্ণ হওয়ার কথা থাকলেও তা আংশিক খালি দেখা গেছে..


এ ব্যাপারে কথা হলে উপজেলা আওয়ামীগের সাবেক এবং সদ্য ঘোষিত সভাপতি ছানোয়ার হোসেন বাদশা বলেন, বেগম মতিয়া চৌধুরী এম.পি শারীরিকভাবে অসুস্থ এবং ডা. দ্বীপু মনি এম.পি সাহেব প্রধান মন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে আমেরিকা অবস্থান করছেন তাই তারা সম্মেলনে উপস্থিত হতে পারেন নাই।


এখানে উল্লেখ থাকে যে, উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে ৩জন সভাপতি ও ৩ জন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে ২ মিনিট সময় দিয়ে নিজেদের মধ্যে সমঝোতায় আসার উপদেশ দেয় জেলা ও কেন্দ্রীয় আওয়ামীগ। এরপর জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগ ছানোয়ার হোসেন বাদশাকে সভাপতি এবং অধ্যক্ষ হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন ।

No comments

Powered by Blogger.