রাজাকার,আলবদর, আলশামস এর উত্তরসূরী ও সহযোগীদের, নৈরাজ্য ও নাশকতা মেনে নেওয়া হবে না _ছানোয়ার হোসেন বাদশা
নিজস্ব প্রতিনিধিঃ
সরিষাবাড়ীর তারাকান্দিতে স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ঠা ডিসেম্বর রোজ রবিবার বিকালে তারাকান্দি যমুনা সারকারখানা গেট পার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন হয়।
বিক্ষোভ মিছিলটি তারাকান্দি বিজয় ভবনের সামনে থেকে বের হয়ে সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়কসহ তারাকান্দির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিজয় ভবনের সামনে এসে শেষ হয়।
এতে স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এর নেতৃত্ব দেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা।
উক্ত বিক্ষোভ সমাবেশে সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহানশা মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আওয়ামীলীগ নেতা ও তাকওয়া পরিবহণের মালিক মইনুল হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এই আগুন সন্ত্রাস জামাত বিএনপির সারা দেশের ন্যায় আমার প্রাণের সরিষাবাড়ীতে কোন মানুষের উপর অন্যায়-অত্যাচার, সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা সৃষ্টি করার চেষ্টা করা হলে এর দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আপনারা যদি চান রক্তের বদলে রক্ত, লাশের বদলে লাশ, আগুনে বদলে আগুন, দিয়েই আপনাদেরকে প্রতিহত করা হবে।
এবং তাদের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের এক হয়ে কাজ করার আহবান জানান তিনি...
এতে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
No comments